কিছু শব্দ শুনতে শুনতে
মনে গেঁথে গল্প হয়ে যায়
কিছু কথা নাবলা থেকে থেকে
বলা হয়ে যায়
কিছু কথা বলে বলেও
শোনা হয়না আর
শুধু বুকে বাজে
থেমে থাকে
কোথায় যেন বাধা পায়
কার সাথে
ফিরে যায় সেখানে
আটকে থাকে বুকের মাঝে
চার দেওয়ালে ধাক্কা লেগে
শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে আসে
মনে গেঁথে গল্প হয়ে যায়
কিছু কথা নাবলা থেকে থেকে
বলা হয়ে যায়
কিছু কথা বলে বলেও
শোনা হয়না আর
শুধু বুকে বাজে
থেমে থাকে
কোথায় যেন বাধা পায়
কার সাথে
ফিরে যায় সেখানে
আটকে থাকে বুকের মাঝে
চার দেওয়ালে ধাক্কা লেগে
শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে আসে
No comments:
Post a Comment