এমন অনেক কথাই আটকে থাকে
বুক আর কন্ঠার মাঝখানে
সূর্য তেতে উঠে বলা হয়না
এমন অনেক কথাই আটকে থাকে
দ্বিধাদ্বন্দ্বে
আর যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে
চাঁদ ডুবে যায় বলা হয়না
কথা বলা হয়না
কথা আর কথা থাকেনা
কথা শত্রু হয়ে যায়
এমন অনেক কথা বলা হয়না
থেকে যায়
আটকে
শ্বাসরোধ করে রাখে
বুক আর কন্ঠার মাঝখানে
বুক আর কন্ঠার মাঝখানে
সূর্য তেতে উঠে বলা হয়না
এমন অনেক কথাই আটকে থাকে
দ্বিধাদ্বন্দ্বে
আর যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে
চাঁদ ডুবে যায় বলা হয়না
কথা বলা হয়না
কথা আর কথা থাকেনা
কথা শত্রু হয়ে যায়
এমন অনেক কথা বলা হয়না
থেকে যায়
আটকে
শ্বাসরোধ করে রাখে
বুক আর কন্ঠার মাঝখানে
No comments:
Post a Comment