সে থেকে গেল
ঘুম আর জাগরণের মাঝখানে
পথ আর ফুরালোনা
রাত আর দিনের মাঝখানে
ঘুম আর জাগরণের মাঝখানে
পথ আর ফুরালোনা
রাত আর দিনের মাঝখানে
তেরো ঘন্টার ব্যবধানে
মিথ্যা আর সত্যের কানামাছি খেলা
সে থেকে গেল
মিথ্যা আর সত্যের কানামাছি খেলা
সে থেকে গেল
এক বাক থেকে অন্য বাকে
চার দেওয়ালের মাঝখানে
কার্ণিশে অস্থির কাক
চার দেওয়ালের মাঝখানে
কার্ণিশে অস্থির কাক
তোতার মত সে অনবরত
করে গেল অনুকরণ
অন্ধের মত অনুসরণ
করে গেল অনুকরণ
অন্ধের মত অনুসরণ
সে থেকে গেল
আলো আধারের মাঝখানে
আলো আধারের মাঝখানে
No comments:
Post a Comment