Saturday, May 6, 2017

বদলে গেছে

সেসব কিছু
এখন আর তেমন নেই
বদলে গেছে
রং, রুপ, সখ, দৃষ্টি
বদলেছে ছিলনা বলে
যা ছিল তা অজানা ছিল
যা আছে তা অজানা থেকে যাবে
হু হু করা আগল খোলা ঝরকা
জানে
কার অপেক্ষা ছিল
কার সিথানে আলো এনে ভোর হয়েছিল
কার ঠোটে রোদ্দুর খেলা করে
ডেউ হয়ে এলোমেলো উবে গিয়েছিল
কার ঘরে এসে এসে চুপিসারে ভালবেসে
জুই ফুটেছিল
সেসব কোন কিছু
এখন আর তেমন নেই
কারা যেন এসে তছনছ করে
নিয়ে গেছে স্বপ্নগুলো না বুঝে
নিয়ে গেছে রোদ্দুর আঁচলে ভরে, না বুঝে
ঝরে গেছে মাঝপথে
সরে গেছে রোদ্দুর
আটকে গেছে জোছনা বাধার আড়ালে
সেসব কোন কিছুই
এখন আর তেমন নেই

No comments:

Post a Comment