আগে আমি নদী পছন্দ করতাম
এখন ঘৃণা করি
আগে আমি মেঘ, বৃষ্টি, আকাশ পছন্দ করতাম
এখন ঘৃণা করি
আমার মনে হয় ওরা মুখোশধারী
আমার মনে হয় ওরা মিথ্যুক
আমার মনে হয় ওরা খুব সহজেই
হত্যা করতে পারে আমার সব হাসি
নিমেষে আমাকে মূক,বধীর, অন্ধ করে দিতে পারে
কেড়ে নিতে পারে বোধ, বিবেক, সকল জীবন
যা কিছু সুন্দর
যা কিছু আমার
ওরা সব কিছুকে নিজের নিয়ন্ত্রনে নিয়ে নির্মম খেলা করতে পারে
আগে আমি আকাশ পছন্দ করতাম
এখন ঘৃণা করি
কারণ মেঘগুলোকে বুকে ঠায় দেয় আকাশ
আগে আমি নৌকা পছন্দ করতাম
এখন ঘৃণা করি
মনে হয় পাটাতনে এক ফাঁদ পাতা আছে
নির্মমভাবে আটকে দেবে আমার পা
তারপর আমাকে পংগু করে দিয়ে
হাসবে বিদ্রুপের হাসি
আমার সব পছন্দ এখন ঘৃণা হয়ে গেছে
বিষের মত
এখন ঘৃণা করি
আগে আমি মেঘ, বৃষ্টি, আকাশ পছন্দ করতাম
এখন ঘৃণা করি
আমার মনে হয় ওরা মুখোশধারী
আমার মনে হয় ওরা মিথ্যুক
আমার মনে হয় ওরা খুব সহজেই
হত্যা করতে পারে আমার সব হাসি
নিমেষে আমাকে মূক,বধীর, অন্ধ করে দিতে পারে
কেড়ে নিতে পারে বোধ, বিবেক, সকল জীবন
যা কিছু সুন্দর
যা কিছু আমার
ওরা সব কিছুকে নিজের নিয়ন্ত্রনে নিয়ে নির্মম খেলা করতে পারে
আগে আমি আকাশ পছন্দ করতাম
এখন ঘৃণা করি
কারণ মেঘগুলোকে বুকে ঠায় দেয় আকাশ
আগে আমি নৌকা পছন্দ করতাম
এখন ঘৃণা করি
মনে হয় পাটাতনে এক ফাঁদ পাতা আছে
নির্মমভাবে আটকে দেবে আমার পা
তারপর আমাকে পংগু করে দিয়ে
হাসবে বিদ্রুপের হাসি
আমার সব পছন্দ এখন ঘৃণা হয়ে গেছে
বিষের মত
No comments:
Post a Comment