অভ্যাসবশে তোমাকে খুঁজি
কাটাতারে লেগে থাকা সূতোর মত
দুলে দুলে বাতাসে উড়ে যাই
মনের চারিপাশে এখন মরক লেগেছে
অব্যক্ত শব্দেরা এখন মৃত
লাশের মিছিল বুকের ভেতর
সেখানে সেদিনের সেই অপেক্ষা আর
ঘুরপাক খায়না
মরেছে ওরাও
সেই হাসি
সহজ সরল
সেই বিশ্বাস সব্বাই মৃত
লাশের মিছিল বুকের ভেতর
তবু অভ্যাসবশে তোমাকে খুঁজি
আড়াল করে লাশের মিছিল
বিশ্বাস মরে গেলে
আহত হয়েছিল
সহজ সরল
লেগে ছিল সেই দৃষ্টি
সেই গর্বিত ঘৃনা, অবহেলা, অযাচিত ভালবাসা
লাশের মিছিলে মুখ থুবড়ে
থাকে সব ভাল কথা, শুভ শুভ শুভেচ্ছা
মেকি হাসি, স্তুতি, কাঠের মনের উপর
পাখীর পালকের মন
তার নীচে ভয় ওত পেতে থাকে
প্লাস্টিকের হৃদপিন্ডে ক্ষত ভরে
মোম দিয়ে
তবু আমি তোমারে খুঁজি
ঘুমের ঘোরে
অভ্যাসবশে
কাটাতারে লেগে থাকা সূতোর মত
দুলে দুলে বাতাসে উড়ে যাই
মনের চারিপাশে এখন মরক লেগেছে
অব্যক্ত শব্দেরা এখন মৃত
লাশের মিছিল বুকের ভেতর
সেখানে সেদিনের সেই অপেক্ষা আর
ঘুরপাক খায়না
মরেছে ওরাও
সেই হাসি
সহজ সরল
সেই বিশ্বাস সব্বাই মৃত
লাশের মিছিল বুকের ভেতর
তবু অভ্যাসবশে তোমাকে খুঁজি
আড়াল করে লাশের মিছিল
বিশ্বাস মরে গেলে
আহত হয়েছিল
সহজ সরল
লেগে ছিল সেই দৃষ্টি
সেই গর্বিত ঘৃনা, অবহেলা, অযাচিত ভালবাসা
লাশের মিছিলে মুখ থুবড়ে
থাকে সব ভাল কথা, শুভ শুভ শুভেচ্ছা
মেকি হাসি, স্তুতি, কাঠের মনের উপর
পাখীর পালকের মন
তার নীচে ভয় ওত পেতে থাকে
প্লাস্টিকের হৃদপিন্ডে ক্ষত ভরে
মোম দিয়ে
তবু আমি তোমারে খুঁজি
ঘুমের ঘোরে
অভ্যাসবশে
No comments:
Post a Comment