উধোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে
বেশ কেটে যায়
রাতদিন আর সময় অসময়
মিথ্যাগুলো মিথ্যা হয়েই
চোখের ভাঁজে ঘুমিয়ে থাকে
চোখ খুললেই মিথ্যা হাসে
স্বপ্নগুলো উবে যায়
রোদ উঠলেই স্পষ্ট হয়
অভিনেতার ময়দা মাখা মুখ
কুন্ডুলি পাকানো
ইতস্তত বিক্ষিপ্ত
চিন্তা, মিথ্যা, কৃত্রিম শুভ কামনা
ভালমানুষের বিজ্ঞাপণ এটে কপালে
উধোর পিন্ডি বুধোর ঘাড়ে চেপে
ভাবনাতে মিথ্যা মেখে
সুখ নিদ্রাতে বিভোর হয়ে
বেশ কেটে যায়
রাতদিন আর সময় অসময়
বেশ কেটে যায়
রাতদিন আর সময় অসময়
মিথ্যাগুলো মিথ্যা হয়েই
চোখের ভাঁজে ঘুমিয়ে থাকে
চোখ খুললেই মিথ্যা হাসে
স্বপ্নগুলো উবে যায়
রোদ উঠলেই স্পষ্ট হয়
অভিনেতার ময়দা মাখা মুখ
কুন্ডুলি পাকানো
ইতস্তত বিক্ষিপ্ত
চিন্তা, মিথ্যা, কৃত্রিম শুভ কামনা
ভালমানুষের বিজ্ঞাপণ এটে কপালে
উধোর পিন্ডি বুধোর ঘাড়ে চেপে
ভাবনাতে মিথ্যা মেখে
সুখ নিদ্রাতে বিভোর হয়ে
বেশ কেটে যায়
রাতদিন আর সময় অসময়
No comments:
Post a Comment