Saturday, May 6, 2017

ভিজেছে দড়ি

বাইরে বৃষ্টিতে ভিজেছে
দড়ি
তারপর পচে গেছে
সেই দড়ি
যে খুটিতে সেই দড়ি বাধা
সেই খুটিও নড়বড়ে ছিল
উপরে গেছে
এলোমেলো বাতাসে
আমার গলাতে ঝুলছে দড়ি
কিন্তু আমি মুক্ত হতে পারিনি
অভ্যাস এমন এক কদাকার জিনিষ
গলায় ছেড়াপচা দড়ি নিয়ে
উপড়ে যাওয়া নড়বড়ে খুঁটির কাছে
বসে আছি
সেই পুরাতন অপেক্ষায়
ভুল করে সে যদি ফিরে আসে
অন্য কোন খুঁটিতে দড়ি বাধে
অপেক্ষার রাতদিন আর দুই বছর
গলার চারিপাশে কালশিটা
ছোপ ছোপ বেগুনী দাগ
তাদের বয়স দুইবছর
বাইরে বৃষ্টি
ভেতরে শ্বাস রোগ

No comments:

Post a Comment