তারপর রাত হলে
আমি নেতিয়ে গেলাম বেতসলতার মত
কোত্থাও কেউ নেই কোনকালে
তবু কোথা থেকে এসে গেল
ঝাক ঝাক শব্দ
ঠাস ঠাস আওয়াজে খুলে ফেল্লো
বুকের পাজড়
আড়াল থেকে চাঁদ এসে
আসর জমিয়ে দিলো
আমি জাগিনি তবুও
সব শব্দ এখন
বন্দী আমার পাজড়ে
চাঁদ ডুবে গেলে
মুক্ত করে দেবো
শব্দেরা জোনাকির মত আধারে
আলো দেবে ঝাকেঝাকে
আমি নেতিয়ে রবো বেতসলতার মতো
আমি নেতিয়ে গেলাম বেতসলতার মত
কোত্থাও কেউ নেই কোনকালে
তবু কোথা থেকে এসে গেল
ঝাক ঝাক শব্দ
ঠাস ঠাস আওয়াজে খুলে ফেল্লো
বুকের পাজড়
আড়াল থেকে চাঁদ এসে
আসর জমিয়ে দিলো
আমি জাগিনি তবুও
সব শব্দ এখন
বন্দী আমার পাজড়ে
চাঁদ ডুবে গেলে
মুক্ত করে দেবো
শব্দেরা জোনাকির মত আধারে
আলো দেবে ঝাকেঝাকে
আমি নেতিয়ে রবো বেতসলতার মতো
No comments:
Post a Comment