মাথার উপরে
আকাশটা খুব কাছে এসে গেছে
চাপ দিচ্ছে
পিষে ফেলছে মগজ
বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ
তারপর এক সময় আর কিছু নেই
সব ফাঁকা
অবশ আর অন্ধকার
আকাশটা খুব কাছে এসে গেছে
চাপ দিচ্ছে
পিষে ফেলছে মগজ
বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ
তারপর এক সময় আর কিছু নেই
সব ফাঁকা
অবশ আর অন্ধকার
No comments:
Post a Comment