Sunday, May 1, 2016

অকারণে

শুধু কারণ খুঁজি 
অকারণে
ভাঙ্গা ভাঙ্গা সব অকেজো মনের টূকরো
ছড়িয়ে ছিটিয়ে থাকা চারিদিকে
জোড়া লাগাতে পারিনা
কেনো পারিনা তার কারণ খুঁজি
এত বিশৃঙ্খলা
উদ্ভট সব কাজ আর কথা
কারণ খুঁজি
কেনো শুনি এইসব
কারণ খুঁজি
অকারণে
কেনো বলি এইসব
আসলে এত জঞ্জালের একটাই কারণ
খুঁজে পাই
অনেক আবর্জনা ঢেকে রাখতে
আরো অনেক আবর্জনার স্তুপ জমেছে
মন রূপান্তরিত হয়ে গেছে
আবর্জনায়

No comments:

Post a Comment