Saturday, May 6, 2017

হারিয়ে যাবো স্বজ্ঞানে

শোনো
বার বার এক কথা বলতে ভাল লাগেনা
কাল মহুয়া নিয়ে নয়
আমি জ্ঞান হারিয়েছিলাম স্বজ্ঞানে
তখন সড়কে গাড়ী ছিল
গাড়ীতে যাত্রী ছিল
সাদা এম্বুলেন্স নীল এপ্রোনে ওরা এসেছিল
ওদের চোখে কৌতুক ছিল
তোমার চোখ দুটো চোখে লাগিয়ে
ওরা হেসেছিল
আমি শুধু জেনেবুঝে
দেখেশুনে
ভেবেভেবে
পথে বেড়ুলাম
জ্ঞান হারালাম স্বজ্ঞানে
তোমাকে সাথে নিয়ে বসলাম
চোখে চোখ রাখলাম
তুমি মুখ ফিরিয়ে নিলে
আধোমুখে ঠোটে ঘাস নিয়ে
অন্যমনস্ক হলে
আমি জ্ঞান হারালাম স্বজ্ঞানে
শোনো
মৃত্যু এসে হাত ধরলে তখন
নাহয় ছেড়ে দিও হাত
কুয়াশা মেখে তখন আমিও
হারিয়ে যাবো স্বজ্ঞানে

No comments:

Post a Comment