ফেলে রেখে গেলে
অর্ধেক চাঁদ
এলোমেলো চুলের একপাশে
কোথায় যেন এক শিশু কেঁদে উঠলো
এক নিমেষে ভেঙ্গে গেল নিস্তব্ধতা
বদ্ধ ঘরে
আর কেউ নেই শুধু অন্ধকার
আর কেউ নেই শুধু অপেক্ষার সকাল
ব্যস্ত দুপুর
কাদামাটি ভেজা সড়ক
আর কিছু নেই শুধু অগোছালো জীবন
আর কিছু নেই শুধু
অনিশ্চিত আগামীকালের
পিছু পিছু ছুটে চলা
ব্যর্থ আর বিষাদের গান গেয়ে
আর কিছু নেই শুধু
অর্ধেক জোছনাতে স্নান করা
অর্ধেক চাঁদ
এলোমেলো চুলের একপাশে
কোথায় যেন এক শিশু কেঁদে উঠলো
এক নিমেষে ভেঙ্গে গেল নিস্তব্ধতা
বদ্ধ ঘরে
আর কেউ নেই শুধু অন্ধকার
আর কেউ নেই শুধু অপেক্ষার সকাল
ব্যস্ত দুপুর
কাদামাটি ভেজা সড়ক
আর কিছু নেই শুধু অগোছালো জীবন
আর কিছু নেই শুধু
অনিশ্চিত আগামীকালের
পিছু পিছু ছুটে চলা
ব্যর্থ আর বিষাদের গান গেয়ে
আর কিছু নেই শুধু
অর্ধেক জোছনাতে স্নান করা
No comments:
Post a Comment