পাখী
আমার পাখী
বুকের ভাঁজের
বেদনাগুলো
সাজিয়ে নিও
পাখার নীচে
উড়িয়ে দিও
বৈশাখী ঝড়ে
ছড়িয়ে দিও
হাটু জলে
আটকে থাকা
জলজ কালো
আলোর নোলক
ভাসিয়ে দিও
উজানে
স্রোতের মুখে
দোলায় দোলায়
বুনো হাঁসের
উদাস চোখে
শেষ বিকেলের
রোদ্দুরে
দেখে নিও
কালো তিলে
প্রজাপতি
তুলে নিও
উঁচু উঁচু পাহাড়
থেকে উড়ে
আসা বুনো ফুল
আমার পাখী
বুকের ভাঁজের
বেদনাগুলো
সাজিয়ে নিও
পাখার নীচে
উড়িয়ে দিও
বৈশাখী ঝড়ে
ছড়িয়ে দিও
হাটু জলে
আটকে থাকা
জলজ কালো
আলোর নোলক
ভাসিয়ে দিও
উজানে
স্রোতের মুখে
দোলায় দোলায়
বুনো হাঁসের
উদাস চোখে
শেষ বিকেলের
রোদ্দুরে
দেখে নিও
কালো তিলে
প্রজাপতি
তুলে নিও
উঁচু উঁচু পাহাড়
থেকে উড়ে
আসা বুনো ফুল
No comments:
Post a Comment