
আফসোস কেন করিনা
সেটায় সব থেকে বড় আফসোস
করতাম যদি আফসোস
এসে আমার দুঃখগুলো কাঁধে বয়ে নিতো
দুঃখ করিনা
সেটাই এক দুঃখের কারন
করতাম যদি দুঃখরা
এসে জলে ভরে দিতো শুকনো নদীগুলো
ভালবাসিনা
বার বার এসে গর্ত করে বুকের ভেতরে
ঘর করে দুঃখ আর হাহুতাশ
পঙ্গু করে ইচ্ছাগুলো
অবশ করে শক্তিগুলো
শূন্য করে সুন্দর চিত্রগুলো
এইসব শব্দগুলোর অন্য অর্থ খুঁজি
পাটাতনে শক্তি...
No comments:
Post a Comment