আজ আর আজ নেই
পাটাতনের উপরে
সটান শুয়ে আছে আগামিকাল
বিশাল এক ফর্দ নিয়ে
তাতে লেখা আছে
আগামি কাল সবাই আমন্ত্রিত
জীবন নাটকের দেহলিজে
আগে থেকে রিহার্সাল দিয়ে এসো
সময় কম
সংলাপ শুরু হবে
পর্দা উঠতেই
আগুন মেখে এনো চোখে
শুখাতে হবে সব অশ্রু
পাটাতনের উপরে
সটান শুয়ে আছে আগামিকাল
বিশাল এক ফর্দ নিয়ে
তাতে লেখা আছে
আগামি কাল সবাই আমন্ত্রিত
জীবন নাটকের দেহলিজে
আগে থেকে রিহার্সাল দিয়ে এসো
সময় কম
সংলাপ শুরু হবে
পর্দা উঠতেই
আগুন মেখে এনো চোখে
শুখাতে হবে সব অশ্রু
No comments:
Post a Comment