Saturday, May 6, 2017

আজ আর আজ নেই

আজ আর আজ নেই
পাটাতনের উপরে
সটান শুয়ে আছে আগামিকাল
বিশাল এক ফর্দ নিয়ে
তাতে লেখা আছে
আগামি কাল সবাই আমন্ত্রিত
জীবন নাটকের দেহলিজে
আগে থেকে রিহার্সাল দিয়ে এসো
সময় কম
সংলাপ শুরু হবে
পর্দা উঠতেই
আগুন মেখে এনো চোখে
শুখাতে হবে সব অশ্রু

No comments:

Post a Comment