Saturday, May 6, 2017

খেলা চলে নিরন্তর

খেলা চলে নিরন্তর
দীর্ঘ আর ক্লান্ত পথে
বিস্তীর্ণ চরাচরে
হাজার ভাবনাতে আচ্ছন্ন মনে
খেলা চলে নিরন্তর
বার বার ফিরে যায় সেখানে
যেখানে দু:খ ছিল, বঞ্চনা ছিল, স্বপ্নগুলো
দুমড়ে মুচড়ে ছিল
আয়নাতে কি দেখলে?
দ্যাখোনি তোমার মুখ?
নিজেই কেনো চিনতে পারোনা নিজেকে
না পাওয়ার বেদনা কি অন্য বুকে
অন্য ভাবে অনুভূত হয়?
সবার রক্ত লাল
বেদনার রং নীল
ক্ষুধায় কামড়ে ধরে জঠর
ওদের সবার মুখ মিলেমিশে এক হয়ে যায়
তবু খেলা চলে নিরন্তর
বঞ্চিত বঞ্চনা করে বঞ্চিতরে
খেলা চলে নিরন্তর

No comments:

Post a Comment