সেদিনের মত আজো
আকাশ চুপচাপ
অপেক্ষা করে গুমসুম
বৃষ্টি হবে কি হবেনা
মেঘেরা কেউ জানেনা
সেদিনের মত আজো
আকাশ নীল নীল
হরেক নীলে নিলাভ
কার যেন মুখ দ্যাখে অনিমেষ
সেকি সাগর নাকি সূর্যের রশ্মি
পাখীরা কেউ জানেনা
সেদিনের মত আজো তুমি নেই
কোনদিন ছিলেনা
কোনদিন আসবে কি আসবেনা
ওরা কেউ জানেনা
আকাশ চুপচাপ
অপেক্ষা করে গুমসুম
বৃষ্টি হবে কি হবেনা
মেঘেরা কেউ জানেনা
সেদিনের মত আজো
আকাশ নীল নীল
হরেক নীলে নিলাভ
কার যেন মুখ দ্যাখে অনিমেষ
সেকি সাগর নাকি সূর্যের রশ্মি
পাখীরা কেউ জানেনা
সেদিনের মত আজো তুমি নেই
কোনদিন ছিলেনা
কোনদিন আসবে কি আসবেনা
ওরা কেউ জানেনা
No comments:
Post a Comment