Saturday, May 6, 2017

ক্ষতগুলো চুপচাপ ঘুমায়

ক্ষুব্ধ হতে হতে
ক্লান্ত হই
শ্রান্ত হই
ক্ষতগুলো চুপচাপ
ঘুমায়
মনের অতলে
ক্ষুব্ধ হতে হতে
পেড়িয়ে গেলে সময়
শান্ত চোখে সকাল দেখি
প্রথমবারের মত
ইর্ষার অলিগলিতে
অপেক্ষা করে ওরা
ভুল পথে বাক নিলে
আঘাত করে
তখন ক্ষতগুলো জ্বলে
প্রথমবারের মত
ক্ষুব্ধ হতে হতে
হেলে যায় সুর্য আকাশের
মাঝখানে
ঘৃনা করি মেঘ
ঘৃনা করি বৃষ্টি
ঘৃনা করি যা কিছু
ক্ষুব্ধ করে আমাকে
ক্ষুব্ধ হতে হতে
হারিয়ে ফেলি আমি
আমাকে

No comments:

Post a Comment