ছিড়ে যেতে পারে গেড়ো
জট পাকানো
কপালের
খেড়ো খাতাতে লিখে রেখো
আপাতত
রাত দুপুরে অনুসরণ করোনা
জানালার কাঁচে
গাড়ির হেডলাইটের আলোর নাচন
এ্যাত তীব্র আলো
তবু কি অন্ধের মত
মাড়িয়ে যায় জ্যান্ত র্যাকুন
ফেলে রেখে যায় তার
থেঁতলানো রক্তাক্ত মৃতদেহ
চাকায় চাকায় পিষ্ট হয়ে
সব রক্ত মাংস মুছে যায় রাস্তা থেকে
একসময় বিদীর্ণ চামড়া
শুয়ে থাকে বিবর্ণ
জট পাকানো
কপালের
খেড়ো খাতাতে লিখে রেখো
আপাতত
রাত দুপুরে অনুসরণ করোনা
জানালার কাঁচে
গাড়ির হেডলাইটের আলোর নাচন
এ্যাত তীব্র আলো
তবু কি অন্ধের মত
মাড়িয়ে যায় জ্যান্ত র্যাকুন
ফেলে রেখে যায় তার
থেঁতলানো রক্তাক্ত মৃতদেহ
চাকায় চাকায় পিষ্ট হয়ে
সব রক্ত মাংস মুছে যায় রাস্তা থেকে
একসময় বিদীর্ণ চামড়া
শুয়ে থাকে বিবর্ণ
No comments:
Post a Comment