তুমি হেটে যেতেই থাকলে সেই সুরঙ্গ বেয়ে
চোরেরা এসেছিল সিঁদ কেটে একদিন
তখন যে সুরঙ্গ সৃষ্টি হয়েছিল
তুমি তাদের পদচিহ্ন দেখে অবাক হলে
চোখে মেখে নিলে
তুমি তাদের মত হাসলে
তুমি তাদের মত চুষলে রক্ত
চুইয়ে নামে দুগাল বেয়ে
তুমি হেটে যেতেই থাকলে সেই সুরঙ্গ বেয়ে
তুমি আর ফিরে এলেনা
তুমি হারিয়ে গেলে চোরেদের মগজে
তুমি এক মস্ত চোর হলে
তোমার ছেলেমেয়েনাতিপুতি সবাই চোর হয়েই বেড়িয়ে এলো
সেই সুরঙ্গ বেয়ে
এভাবেই এঁকে অন্যের ঘরে সিঁদ দিয়ে
কেটে গেলো শত বছর
এখন চারিদিকে চোর আর চোর
চুরি না জানলে সমাজচ্যুত, সুরঙ্গে জাগা নেই বেড়ুবার
শুধু চোরেরা হেটে যেতে পারে সুরঙ্গ বেয়ে
চোরেরা এসেছিল সিঁদ কেটে একদিন
তখন যে সুরঙ্গ সৃষ্টি হয়েছিল
তুমি তাদের পদচিহ্ন দেখে অবাক হলে
চোখে মেখে নিলে
তুমি তাদের মত হাসলে
তুমি তাদের মত চুষলে রক্ত
চুইয়ে নামে দুগাল বেয়ে
তুমি হেটে যেতেই থাকলে সেই সুরঙ্গ বেয়ে
তুমি আর ফিরে এলেনা
তুমি হারিয়ে গেলে চোরেদের মগজে
তুমি এক মস্ত চোর হলে
তোমার ছেলেমেয়েনাতিপুতি সবাই চোর হয়েই বেড়িয়ে এলো
সেই সুরঙ্গ বেয়ে
এভাবেই এঁকে অন্যের ঘরে সিঁদ দিয়ে
কেটে গেলো শত বছর
এখন চারিদিকে চোর আর চোর
চুরি না জানলে সমাজচ্যুত, সুরঙ্গে জাগা নেই বেড়ুবার
শুধু চোরেরা হেটে যেতে পারে সুরঙ্গ বেয়ে
No comments:
Post a Comment