Saturday, June 29, 2013

ছাই ফেলতে ভাঙ্গা কুলা

সোনা ফেলে ছাই কুড়িয়ে
তুলে নেয় ভাঙা কুলো
ছাই ফেলতে

এখন সময় শেষ
দেখতে দেখতে দেখার অভ্যাস
বলতে বলতে বলার অভ্যাস
তবু শোনার অভ্যাস হলোনা
শুনতে শুনতে

বার বার
ঘ্যানর ঘ্যানর এক কথা
নতুন কিছু বলো

বচনে সুধা ছিলো
কোন এককালে
সুরভিত হতো
রাতের কামিনী

তৃষ্ণার্ত ঠোট
উষ্ণ প্রেম
একবার মনে হলো
খোসা শুধু
চুষে খেয়েছে ভেতর
খোকলা

মৈথন মিথ্যা
প্রেম নয় দুর্গন্ধ আসে ভাড়া করা দেহের

No comments:

Post a Comment