সেটা এমন দিন
না বৃষ্টি না রোদ্দুর
মাঝখানে থেমে যাওয়া কথা
বুকের ভেতর ঝিমুনো ব্যাথা
সেটা এমন মুহূর্ত
না শনি না বৃহস্পতি
উথলে উঠে অপূর্ণতা
অচল, আড়ষ্ট, আকাঙ্ক্ষা
সেটা এমন এক আসা
যাওয়া আর না যাওয়ার মাঝে
বাদুরের মত ঝুলে থাকা
না বৃষ্টি না রোদ্দুর
মাঝখানে থেমে যাওয়া কথা
বুকের ভেতর ঝিমুনো ব্যাথা
সেটা এমন মুহূর্ত
না শনি না বৃহস্পতি
উথলে উঠে অপূর্ণতা
অচল, আড়ষ্ট, আকাঙ্ক্ষা
সেটা এমন এক আসা
যাওয়া আর না যাওয়ার মাঝে
বাদুরের মত ঝুলে থাকা
No comments:
Post a Comment