Saturday, May 6, 2017

ইউটোপিয়া


একদিন
আমিও যাবো ভেসে
জ্যোৎস্নার প্লাবনে 
স্বপ্নের ভেলাতে চড়ে
দক্ষিনা বাতাসে
শ্বাস নেবো বুকভরে
সবগুলো
মনের জানালা খুলে দিয়ে
দেখে নিও
একদিন আমিও অনুভব করবো
ভালবাসা
বন্ধ্যা হৃদয়ে
একদিন আমিও সিক্ত হবো
স্নেহের বরসনে
বলে দিও সবাইকে
সেদিন
যুদ্ধক্ষেত্রগুলোতে
গোলাপের ফুল ফোটাবো
একদিন
আমিও হাসবো
শিশুর মত
পবিত্র হাসি

No comments:

Post a Comment