একদিন
আমিও যাবো ভেসে
জ্যোৎস্নার প্লাবনে
স্বপ্নের ভেলাতে চড়ে
দক্ষিনা বাতাসে
শ্বাস নেবো বুকভরে
সবগুলো
মনের জানালা খুলে দিয়ে
আমিও যাবো ভেসে
জ্যোৎস্নার প্লাবনে
স্বপ্নের ভেলাতে চড়ে
দক্ষিনা বাতাসে
শ্বাস নেবো বুকভরে
সবগুলো
মনের জানালা খুলে দিয়ে
দেখে নিও
একদিন আমিও অনুভব করবো
ভালবাসা
বন্ধ্যা হৃদয়ে
একদিন আমিও সিক্ত হবো
স্নেহের বরসনে
একদিন আমিও অনুভব করবো
ভালবাসা
বন্ধ্যা হৃদয়ে
একদিন আমিও সিক্ত হবো
স্নেহের বরসনে
বলে দিও সবাইকে
সেদিন
যুদ্ধক্ষেত্রগুলোতে
গোলাপের ফুল ফোটাবো
একদিন
আমিও হাসবো
শিশুর মত
পবিত্র হাসি
সেদিন
যুদ্ধক্ষেত্রগুলোতে
গোলাপের ফুল ফোটাবো
একদিন
আমিও হাসবো
শিশুর মত
পবিত্র হাসি
No comments:
Post a Comment