ঘুম মৃত্যুর মত
কাল ভোরে
চোখ খুলতে পারে
না খুলতে পারে
তাই আমি বিদায় নিচ্ছি
নেক্সাসের কাছে
অসমাপ্ত ক্যানভাসের কাছে
আকাশের কাছে
অন্ধকারে পত্রহীন শাখার কাছে
আর কেউ নেই আমার
বিদায় নিচ্ছি
একাকীত্ব থেকে
বেদনা থেকে
ব্যাথা থেকে
দু:খ থেকে
আর কিছু ছিলনা আমার
কাল ভোরে
চোখ খুলতে পারে
না খুলতে পারে
তাই আমি বিদায় নিচ্ছি
নেক্সাসের কাছে
অসমাপ্ত ক্যানভাসের কাছে
আকাশের কাছে
অন্ধকারে পত্রহীন শাখার কাছে
আর কেউ নেই আমার
বিদায় নিচ্ছি
একাকীত্ব থেকে
বেদনা থেকে
ব্যাথা থেকে
দু:খ থেকে
আর কিছু ছিলনা আমার
No comments:
Post a Comment