তোমার শব্দে শব্দে চারিদিক নিঃশব্দ
আমার শব্দগুলো হারিয়ে গেছে বোবাতে
উথাল পাথাল
লিলুয়া বাতাসে উড়ে গেছে অপেক্ষা
সুন্দর সময়ের
সুনীল সাগরের
শুভ্র কপোতের
সেখানে জগাখিচুড়ি
কর্দমাক্ত সড়কে মলীন মুখে
তবু লেগে আছে স্নিগ্ধ হাসি অমলীন
কাগজেরা সব কিনতে গেছে সুখ
আর সুখেরা সব লেপ্টে আছে
আলোছায়া
শুখিয়ে যাওয়া অশ্রুতে
তোমার শব্দে শব্দে আটকে গেছে সব কথা
আমার শব্দগুলো আলো ভেবে
থেতলে গেছে
ধাক্কা খেয়ে কাঁচে
সারি সারি কাফনে ঢাকা অপেক্ষারা
হাসিকান্না সুখদুঃখ ব্যাথাবেদনা
সবাই হারিয়েছে স্বকীয়তা
আমার শব্দগুলো হারিয়ে গেছে বোবাতে
উথাল পাথাল
লিলুয়া বাতাসে উড়ে গেছে অপেক্ষা
সুন্দর সময়ের
সুনীল সাগরের
শুভ্র কপোতের
সেখানে জগাখিচুড়ি
কর্দমাক্ত সড়কে মলীন মুখে
তবু লেগে আছে স্নিগ্ধ হাসি অমলীন
কাগজেরা সব কিনতে গেছে সুখ
আর সুখেরা সব লেপ্টে আছে
আলোছায়া
শুখিয়ে যাওয়া অশ্রুতে
তোমার শব্দে শব্দে আটকে গেছে সব কথা
আমার শব্দগুলো আলো ভেবে
থেতলে গেছে
ধাক্কা খেয়ে কাঁচে
সারি সারি কাফনে ঢাকা অপেক্ষারা
হাসিকান্না সুখদুঃখ ব্যাথাবেদনা
সবাই হারিয়েছে স্বকীয়তা
No comments:
Post a Comment