সেই ফাসির আসামী যাকে তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হলে সে বলেছিল
"যদি হাজার হাজার ফুট উঁচু পাহাড়ের চূড়ার এক চিলতে কোন আঁকড়ে ঝুলে থেকেও সে বাচতে পারে, তবু সে বাচতে চায়"
জীবন কখনো এভাবে প্রলোভন দেখাতে পারেনি
আমি পুনঃজন্ম চাইনা
আষ্টেপৃষ্ঠে বাধা দু:খ, ব্যাথা, বেদনা, মিথ্যা
আর প্রতারণা এইসব ঠাসা জীবন নিয়ে
ঢের হলো এক জীবনে বেচে থাকা
একবার গেলে আর ফিরতে চাইনা
দেখো চারিদিকে কত লাশ
কারু চোখহাত বাধা পচাগলা
কারু যোনিপথ দিয়ে খাদ্য খেয়েছে পোকামাকড়
কারু গলা কাটা
কারু চোখ উপড়ানো
কারু ছিন্নবিচ্ছিন্ন
বিলিয়ন ডলার কর্পোরেশনের তৈরি বোমাতে উড়ে গেছে সভ্যতা, সমাজ,
কত যুগের প্রজন্ম
আমি পুনঃজন্ম ঘৃনা করি
একটুকরো কাগজ দিয়ে
এক পশলা সুখ কিনবে বলে
সুইসাইড বোমার মত
ওরা ব্যাথা ভরে দেয় বুকে
ঢের হলো জোড়াতালি টানাহেঁচড়া
ঢের হয়েছে অভিনয় আর মিথ্যা
ঢের হলো মুখোশ বদল
"যদি হাজার হাজার ফুট উঁচু পাহাড়ের চূড়ার এক চিলতে কোন আঁকড়ে ঝুলে থেকেও সে বাচতে পারে, তবু সে বাচতে চায়"
জীবন কখনো এভাবে প্রলোভন দেখাতে পারেনি
আমি পুনঃজন্ম চাইনা
আষ্টেপৃষ্ঠে বাধা দু:খ, ব্যাথা, বেদনা, মিথ্যা
আর প্রতারণা এইসব ঠাসা জীবন নিয়ে
ঢের হলো এক জীবনে বেচে থাকা
একবার গেলে আর ফিরতে চাইনা
দেখো চারিদিকে কত লাশ
কারু চোখহাত বাধা পচাগলা
কারু যোনিপথ দিয়ে খাদ্য খেয়েছে পোকামাকড়
কারু গলা কাটা
কারু চোখ উপড়ানো
কারু ছিন্নবিচ্ছিন্ন
বিলিয়ন ডলার কর্পোরেশনের তৈরি বোমাতে উড়ে গেছে সভ্যতা, সমাজ,
কত যুগের প্রজন্ম
আমি পুনঃজন্ম ঘৃনা করি
একটুকরো কাগজ দিয়ে
এক পশলা সুখ কিনবে বলে
সুইসাইড বোমার মত
ওরা ব্যাথা ভরে দেয় বুকে
ঢের হলো জোড়াতালি টানাহেঁচড়া
ঢের হয়েছে অভিনয় আর মিথ্যা
ঢের হলো মুখোশ বদল
ভালবাসা আর সত্যের মৃত্যু দেখে
চোখভরা ক্লান্তি এখন
আমি পুনঃজন্ম ঘৃনা করি
ঢের হয়ে এ জন্ম!!
উদগ্রীব হয়ে আছি
ছুটির ঘন্টা বাজার শব্দ শোনার
চোখভরা ক্লান্তি এখন
আমি পুনঃজন্ম ঘৃনা করি
ঢের হয়ে এ জন্ম!!
উদগ্রীব হয়ে আছি
ছুটির ঘন্টা বাজার শব্দ শোনার
No comments:
Post a Comment