Saturday, May 6, 2017

আমি ছিলাম না কোথাও

আমি নেই সেখানে
আমি ছিলাম না যেখানে
নিজেকে নিয়ে কত বিব্রত ছিলাম 
লজ্বিত ছিলাম
অপ্রত্যাশিত ছিলাম
অনাহুত ছিলাম
বেমানান ছিলাম
সেজন্য আমি ছিলাম না কোথাও কোনকালে
গ্রহণযোগ্য ছিলাম না
ঠাই ছিলনা কোথাও
কি বিশ্রী ছিলাম
কুৎসিত কদাকার
ঢেকে রাখতে হতো আসবাবের নীচে
অপাংতেও ছিলাম
আমি নেই সেখানে
যেখানে ছিলাম না কোনকালে
ঘর ছেড়ে বেড়িয়ে পথে এলাম
পথে হেটে হেটে ক্ষয়ে গেলাম
শহর ছেড়ে দিলাম তারপর দেশ
তারপর একদিন ফিরে দেখি
আমি ছিলাম না কোথাও
সেখানে
আমি নেই যেখানে

No comments:

Post a Comment