Saturday, May 6, 2017

কথার ছাদে ব্যাথার রোদে

কোন দিন ভাংগবেনা 
এমন এক ঘুম
এসে কপোল চুমে
থমকে গেল
কুণ্ডলী পাকানো স্বপ্নের কথা শুনে
স্বপ্নগুলো এলোমেলো
বুকের ভেতর জমা কথার ছাদে
ব্যাথার রোদে
থেতলে যাওয়া আশার চাদরে
স্বপ্নগুলা মাখামাখি
ঘুমের সাথে দাপাদাপি
বল্লে "জানোতো সুখেরা ফেরারি
জানোতো বুকের ভেতর
ধুধু মাঠ
কোত্থাও নেই হাসিগান
জানোতো আদি থেকে অন্ত শুধু
একাকী পথ চলার
আরো কিছু বাকী আছে
স্বপ্নগুলো চূর্ণ হতে
কিছুদিন পর এসো
তখন অভিমানী ঘুম
ভেংগে গেল

No comments:

Post a Comment