Saturday, May 6, 2017

আমার নাম

তোমাকে বলবো
রাত পোহালে
সূর্য উঠার আগে
পূবের লাল রেখা উজ্জ্বল হলে
চোখের তারায় ঘন মেঘ নিয়ে
তোমাকে বলবো
ঝটপট বুঝে নিও
ঢেকে রেখো শূন্য হৃদয়
নিরুত্তর পলকের নীচে
সূর্য শুষে নেবে
আলো দিয়ে ধাধিয়ে দেবে
মগজ থেকে বুকের ভেতরে
গুম হয়ে যাবে
আমার নাম
তোমার হৃদয়ে

No comments:

Post a Comment