তারপর সূর্য ঢলে গেলে
শীতল হলো নদী পাড়
সারিবদ্ধ পিপীলিকারা
ঢিবির নীচে ফিরে আসতে হলো সন্ধ্যা
অন্ধকার গাঢ় হলে
ঝোপের ভেতর থেকে বেড়িয়ে এলো হলুদ শেয়াল
ল্যাজ নিচু করে ধেই ধেই করে চলে গেল
গর্ত খুড়ে বের করে নিয়ে লুকানো খাবার
ক্লান্ত কাঠঠোকরা ঘুমানোর আয়োজন করে
মধ্যরাতে জেলে নৌকার মাঝি খুক খুক কাশে
এইখানে অনেক প্রান নিয়মিত ধুক ধুক করে
অনেক প্রান নিস্তব্ধ হয়ে যায়
মিশে যায় সহজেই এইভাবে
ওরা যেন ছিলনা এখানে কোনকালে
শীতল হলো নদী পাড়
সারিবদ্ধ পিপীলিকারা
ঢিবির নীচে ফিরে আসতে হলো সন্ধ্যা
অন্ধকার গাঢ় হলে
ঝোপের ভেতর থেকে বেড়িয়ে এলো হলুদ শেয়াল
ল্যাজ নিচু করে ধেই ধেই করে চলে গেল
গর্ত খুড়ে বের করে নিয়ে লুকানো খাবার
ক্লান্ত কাঠঠোকরা ঘুমানোর আয়োজন করে
মধ্যরাতে জেলে নৌকার মাঝি খুক খুক কাশে
এইখানে অনেক প্রান নিয়মিত ধুক ধুক করে
অনেক প্রান নিস্তব্ধ হয়ে যায়
মিশে যায় সহজেই এইভাবে
ওরা যেন ছিলনা এখানে কোনকালে
No comments:
Post a Comment