Saturday, May 6, 2017

দুমড়েমুচড়ে

বাইরেটাতে কি ঝলমল রোদ্দুর
অথচ কনকনে শীত
প্রকৃতি আজকাল মানুষের মত কপোট আর মুখোশধারী 
শিশুর মত অনুকরণ করে
দেখলাম পানির মত
নিমেষে বিষাক্ত হয়ে যায়
বুঝলাম ঝড়ের মত
উড়িয়ে নিয়ে যায় দুমড়েমুচড়ে
ভাবলাম আমি এমন কেনো?
সাথে থেকে থেকে
হাওয়া লেগে লেগে
আমিও উবে যাবো - স্পর্শ করতেই ধুলোর মত

No comments:

Post a Comment