এখন আমি এক বাক্সের ভেতর বসবাস করি
বাক্সের চারিপাশে যা কিছু আছে এর বাইরে
আর কিছু জানিনা
আর কিছু বুঝিনা
আর কিছু শুনিনা
এখন আমি এক কবরের ভেতর বসবাস করি
কবরের চারিপাশে পোকামাকড় ছাড়া
আর কারুকে চিনিনা
আর কারুকে খুঁজিনা
এখন আমার দেহের ভেতরে কোন মন নেই
এখন আমি লাশের মতন
সামুকের মত ধীর আর
কচ্ছপের মত স্থির
লাশেরা হাসেনা,
লাশেরা কাদেনা,
লাশেরা অপেক্ষা করেনা
কোন কবিতা বা গানের জন্য
লাশেরা মিশে যায় মাটিতে তারপর একদিন ফসিল হয়।
বাক্সের চারিপাশে যা কিছু আছে এর বাইরে
আর কিছু জানিনা
আর কিছু বুঝিনা
আর কিছু শুনিনা
এখন আমি এক কবরের ভেতর বসবাস করি
কবরের চারিপাশে পোকামাকড় ছাড়া
আর কারুকে চিনিনা
আর কারুকে খুঁজিনা
এখন আমার দেহের ভেতরে কোন মন নেই
এখন আমি লাশের মতন
সামুকের মত ধীর আর
কচ্ছপের মত স্থির
লাশেরা হাসেনা,
লাশেরা কাদেনা,
লাশেরা অপেক্ষা করেনা
কোন কবিতা বা গানের জন্য
লাশেরা মিশে যায় মাটিতে তারপর একদিন ফসিল হয়।
No comments:
Post a Comment