Saturday, May 6, 2017

এখন আমি এক বাক্সের ভেতর বসবাস করি

এখন আমি এক বাক্সের ভেতর বসবাস করি
বাক্সের চারিপাশে যা কিছু আছে এর বাইরে
আর কিছু জানিনা
আর কিছু বুঝিনা
আর কিছু শুনিনা
এখন আমি এক কবরের ভেতর বসবাস করি
কবরের চারিপাশে পোকামাকড় ছাড়া
আর কারুকে চিনিনা
আর কারুকে খুঁজিনা
এখন আমার দেহের ভেতরে কোন মন নেই
এখন আমি লাশের মতন
সামুকের মত ধীর আর
কচ্ছপের মত স্থির
লাশেরা হাসেনা,
লাশেরা কাদেনা,
লাশেরা অপেক্ষা করেনা
কোন কবিতা বা গানের জন্য
লাশেরা মিশে যায় মাটিতে তারপর একদিন ফসিল হয়।

No comments:

Post a Comment