ছিল তো সে সামনেই সর্বক্ষণ
তবু কেউ দ্যাখেনি তাঁকে
কেন যেনো মিশে গেছিল
অচেনার দলে
মরচে ধরা হৃদয় নিয়ে
আকাশ ভরা আলোর নিচে
বিদ্যুতের ঝকমকে আলোর অন্ধকারে
ছিল সে দাঁড়িয়ে সবার সামনে
সর্বক্ষণ
কেউ দ্যাখেনি তাঁকে
সে চলে গেলে সবাই দেখেছে
একটি শুন্যস্থান
তবু কেউ দ্যাখেনি তাঁকে
কেন যেনো মিশে গেছিল
অচেনার দলে
মরচে ধরা হৃদয় নিয়ে
আকাশ ভরা আলোর নিচে
বিদ্যুতের ঝকমকে আলোর অন্ধকারে
ছিল সে দাঁড়িয়ে সবার সামনে
সর্বক্ষণ
কেউ দ্যাখেনি তাঁকে
সে চলে গেলে সবাই দেখেছে
একটি শুন্যস্থান
No comments:
Post a Comment