Saturday, May 6, 2017

বুকের মাঝে

দূরত্ব? 
সাত সমুদ্র তেরো নদীর পাড়!
পৌছুতে লাগে
এক নি:শ্বাস
ফিরে যেতে লেগে যায় 
পুরো জীবনের অর্ধেক মাস
বুকের খোঁদলে লুকিয়ে রাখি
না বলা না কওয়া
বেড়িয়ে যায় সে
খুঁজি খুঁজি খুঁজি তারে
পত্রহীন শাঁখে ঝুলে থাকা রোদে
ব্যস্ত শহরে
ক্লান্ত কাকের চকিত চোখে
নেই নেই নেই
কোত্থাও নেই
ফিরে এসে দেখি সেখানেই আছে
অভিমানে মুড়ে
বুকের মাঝে

No comments:

Post a Comment