তোমার চোখে
তোমার কন্ঠস্বরে
তোমার লেখাতে
ঝুলে থাকে সেই পুরোনো ক্ষোভ
সেই অমীমাংসিত জেদ
আঁচড় কাটে মাঠেঘাটে
আকুলিবিকুলি বুকের মাঝে
তোমার অপূর্ণ আহ্লাদ
মণিমুক্তো
হাতের মুঠোতে আকাশ ধরার স্বপ্ন
মাকালফলের দিকে
তাকিয়ে কেটে যাওয়া অমূল্য সময়
তোমার চোখে
লেগে থাকে সেই পুরোনো হিংসা
যার উপরে মলাটে লেখা আছে
“আমি অহিংস”
তোমার কন্ঠস্বরে
মিশে আছে সেই উষ্মা
মাথা খুঁটে মরে চার দেওয়ালের মাঝখানে
তোমার লেখাতে
পষ্ট হয়ে ফুটে উঠে
হৃদয়ের প্রতিচ্ছবি
যার উপরে মলাট আর মলাটে লেখা আছে
এখানে ছবি আঁকা নিষেধ !!!
তোমাকে আমি এক অসীম আকাশ দিলাম
বাঁধাহীন অদম্য প্রান দিলাম
সব দুমড়ে মুচড়ে তুমি ফেলে দিলে
তোমার কন্ঠে রাগ ভৈরবী
অথচ এখন মধ্যরাত!
তোমার কন্ঠস্বরে
তোমার লেখাতে
ঝুলে থাকে সেই পুরোনো ক্ষোভ
সেই অমীমাংসিত জেদ
আঁচড় কাটে মাঠেঘাটে
আকুলিবিকুলি বুকের মাঝে
তোমার অপূর্ণ আহ্লাদ
মণিমুক্তো
হাতের মুঠোতে আকাশ ধরার স্বপ্ন
মাকালফলের দিকে
তাকিয়ে কেটে যাওয়া অমূল্য সময়
তোমার চোখে
লেগে থাকে সেই পুরোনো হিংসা
যার উপরে মলাটে লেখা আছে
“আমি অহিংস”
তোমার কন্ঠস্বরে
মিশে আছে সেই উষ্মা
মাথা খুঁটে মরে চার দেওয়ালের মাঝখানে
তোমার লেখাতে
পষ্ট হয়ে ফুটে উঠে
হৃদয়ের প্রতিচ্ছবি
যার উপরে মলাট আর মলাটে লেখা আছে
এখানে ছবি আঁকা নিষেধ !!!
তোমাকে আমি এক অসীম আকাশ দিলাম
বাঁধাহীন অদম্য প্রান দিলাম
সব দুমড়ে মুচড়ে তুমি ফেলে দিলে
তোমার কন্ঠে রাগ ভৈরবী
অথচ এখন মধ্যরাত!
No comments:
Post a Comment