দেখো এই দেখো
সাদা কাপড়
আমার কাফন
এটা দিয়ে দেহ ঢাকবো আমি
শেষবারের মত
এই দেখো
আজ, কাল, আর গত পরশু
আমার জীবন
কেমন কেটে গেছে কেউ
রাখেনি খবর
ঠিক যেমন রাখবেনা খবর
আগামীকাল
আমার ইহলোক থেকে প্রস্থানে
অনেকেই স্মিত হাসবে
সুখের হাসি
দেখো এই দেখো
কিছুই সাথে নেবোনা আমি
এই দেখো সাদা কাপড়টা
একেবারে আনকোরা
লেগে নেই কোন দাগ
দেনাপাওনা, ঋন, ক্লেশ
অবহেলা, অপমান
আমার কাফন
আমার উপার্জন
এ কাফনে কারু দাবী নেই
না ভালবাসার
না ঘৃনার
না অবহেলার
না অভিনয়ের
দেখো এই দেখো
এই দেহ মাটিতে মিশে গেলে
জেনো ফুরাবেনা মেলা
শুধু শুরু হবে
নতুন এক জীবনযাত্রা
সব জীবন ফিরে আসে
নতুন এক রুপ নিয়ে
দেখো এই দেখো
আমার অফুরন্ত জীবন
সাদা কাফন
সাদা কাপড়
আমার কাফন
এটা দিয়ে দেহ ঢাকবো আমি
শেষবারের মত
এই দেখো
আজ, কাল, আর গত পরশু
আমার জীবন
কেমন কেটে গেছে কেউ
রাখেনি খবর
ঠিক যেমন রাখবেনা খবর
আগামীকাল
আমার ইহলোক থেকে প্রস্থানে
অনেকেই স্মিত হাসবে
সুখের হাসি
দেখো এই দেখো
কিছুই সাথে নেবোনা আমি
এই দেখো সাদা কাপড়টা
একেবারে আনকোরা
লেগে নেই কোন দাগ
দেনাপাওনা, ঋন, ক্লেশ
অবহেলা, অপমান
আমার কাফন
আমার উপার্জন
এ কাফনে কারু দাবী নেই
না ভালবাসার
না ঘৃনার
না অবহেলার
না অভিনয়ের
দেখো এই দেখো
এই দেহ মাটিতে মিশে গেলে
জেনো ফুরাবেনা মেলা
শুধু শুরু হবে
নতুন এক জীবনযাত্রা
সব জীবন ফিরে আসে
নতুন এক রুপ নিয়ে
দেখো এই দেখো
আমার অফুরন্ত জীবন
সাদা কাফন
No comments:
Post a Comment