আজকের বৃষ্টি অন্যরকম নয়
রোজকার মত
বাসের জানালায় কুয়াশা
গন্তব্য অনির্দিষ্ট
জীবনের মত
মৃত্যুর মত
রোজকার মত
আজকের প্রতীক্ষা কালকের মত
সুনসান কবরে কি হয় কেউ বলেনা
জীবনের মত
মনের ভেতর লুকিয়ে রাখা মিথ্যার মত
আজকের বৃষ্টি অন্যরকম নয়
রোজকার মত
পুরানা ক্ষত খুঁড়ে খুঁড়ে নি:শব্দে কান্নার মত
রোজকার মত
মৃত্যুর মত
হৃদয়হীন লাশের মত
রোজকার মত
বাসের জানালায় কুয়াশা
গন্তব্য অনির্দিষ্ট
জীবনের মত
মৃত্যুর মত
রোজকার মত
আজকের প্রতীক্ষা কালকের মত
সুনসান কবরে কি হয় কেউ বলেনা
জীবনের মত
মনের ভেতর লুকিয়ে রাখা মিথ্যার মত
আজকের বৃষ্টি অন্যরকম নয়
রোজকার মত
পুরানা ক্ষত খুঁড়ে খুঁড়ে নি:শব্দে কান্নার মত
রোজকার মত
মৃত্যুর মত
হৃদয়হীন লাশের মত
No comments:
Post a Comment