মেঘের মত না
কুয়াশাও না
তবে স্বচ্ছ ছিলনা দৃষ্টি
মাথার ভেতর এক অদ্ভুত বেদনা
পীড়া দিচ্ছিল
যখন মনে হলো
কি ভীষন একঘেয়ে সংসার
বারে বারে এক কথা এক কাজ ঘুরপাক
কি ভীষণ শূন্যতা
শুধু কাটালতা ভুল বুঝা
কেনো আমি এগুতে পারিনা
স্পর্শ করতে পারিনা
কেনো আমি হারিয়ে যেতে পারিনা
একাকীত্বে মিশে
না থাকার মত কোনকালে
কুয়াশাও না
তবে স্বচ্ছ ছিলনা দৃষ্টি
মাথার ভেতর এক অদ্ভুত বেদনা
পীড়া দিচ্ছিল
যখন মনে হলো
কি ভীষন একঘেয়ে সংসার
বারে বারে এক কথা এক কাজ ঘুরপাক
কি ভীষণ শূন্যতা
শুধু কাটালতা ভুল বুঝা
কেনো আমি এগুতে পারিনা
স্পর্শ করতে পারিনা
কেনো আমি হারিয়ে যেতে পারিনা
একাকীত্বে মিশে
না থাকার মত কোনকালে
No comments:
Post a Comment