স্যাঁতসেঁতে মেঝেতে তেলেপোকার স্বচ্ছন্দতা
দেওয়ালে পেটভরা ডিম নিয়ে টিকটিকি
আমি বল্লাম রাত ঢের হলো
এইবার চোখ বন্ধ করো
রাত ঘুমের
দিন কাজের
রাতে সূর্যি সময় দেয়
বিশ্রামের
দিনে সূর্যি শক্তি যোগায় কর্মে
আমি বল্লাম ভোর হলো
ফিরে চলো
সেখানে যেখানে থমকে ছিল
কারণ
ঘুম ভাংগার
রাত্রি জাগরণের
তুমি বল্লে অকারণ
আমি বল্লাম
সবকিছু কারণে ঘটে
আমার আসার কারণ
আমার যাবার কারণ
কারণ কারণ কারণ
অকারণ বলে কিছু নেই
ভোর হলে তুমি চলে গেলে
কারণ অন্য কোথাও ডাক দিয়েছে
দেওয়ালে পেটভরা ডিম নিয়ে টিকটিকি
আমি বল্লাম রাত ঢের হলো
এইবার চোখ বন্ধ করো
রাত ঘুমের
দিন কাজের
রাতে সূর্যি সময় দেয়
বিশ্রামের
দিনে সূর্যি শক্তি যোগায় কর্মে
আমি বল্লাম ভোর হলো
ফিরে চলো
সেখানে যেখানে থমকে ছিল
কারণ
ঘুম ভাংগার
রাত্রি জাগরণের
তুমি বল্লে অকারণ
আমি বল্লাম
সবকিছু কারণে ঘটে
আমার আসার কারণ
আমার যাবার কারণ
কারণ কারণ কারণ
অকারণ বলে কিছু নেই
ভোর হলে তুমি চলে গেলে
কারণ অন্য কোথাও ডাক দিয়েছে
No comments:
Post a Comment