সাদা সাদা কাগজে কালির আঁচর নেই
কুয়াশা কুয়াশা
অস্পষ্ট অবয়ব
মেঘে মেঘে জমে থাকে অভিমান
ভেবে ভেবে
রাত ভোর হয়
কালো আর কমলা রেখার নীচে সূর্য হাসে
আলোতে সে অন্য রকম
গাড়, রক্তিম, সুদীপ্ত
তারপর ক্লান্তি
বিষাদে ছেয়ে যায় সমস্ত বিকেল
মুছে যায় সব কাহিনী
সাদা সাদা কাগজে কালির আঁচর নেই
কবিতা লেখা হয়না কোনদিন
কুয়াশা কুয়াশা
অস্পষ্ট অবয়ব
মেঘে মেঘে জমে থাকে অভিমান
ভেবে ভেবে
রাত ভোর হয়
কালো আর কমলা রেখার নীচে সূর্য হাসে
আলোতে সে অন্য রকম
গাড়, রক্তিম, সুদীপ্ত
তারপর ক্লান্তি
বিষাদে ছেয়ে যায় সমস্ত বিকেল
মুছে যায় সব কাহিনী
সাদা সাদা কাগজে কালির আঁচর নেই
কবিতা লেখা হয়না কোনদিন