Tuesday, June 25, 2013

শার্দুল

মাথার ভেতরে
আবার সেই ঢূপ ঢূপ
কে যেনো হাতুড়ী পেটাচ্ছে
মাথার ভেতরে
ঘর করছে ব্যাথারা

বাইরে শিতার্থ
হাতুড়ী পিটিয়ে জানালা বানাচ্ছে
মাথার ভেতরে
জানালা দিয়ে চাঁদ দেখবে ব্যাথারা

No comments:

Post a Comment