Saturday, June 29, 2013

আবর্জনার সজ্ঞা


 একজনের কাছে পরিত্যক্ত
আরেকজনের কাছে পরম সম্পদ

একজনের কাছে প্রয়োজনীয়
আরেকজনের কাছে অপ্রয়োজনীয়

একজন ফেলে দেয়
আরেকজন কুড়িয়ে নেয়

একজন ঘৃনা করে
আরেকজন ভালবাসে

একজনের আছে অঢেল
আরেকজনের আছে ঘাটতি তাই নিরুপায়

স্ত্রী দ্বারা পরিত্যাক্ত পুরুষের স্ত্রীর অভাব নাই
স্বামী পরিত্যাক্তাদের স্বামীর অভাব
পুরুষেরা ভয় পায় পু্নরায় বা পরিত্যাক্ত হবার।

No comments:

Post a Comment