Saturday, June 29, 2013

মাঝ রাতের দর্শন



 ধর্ম কি?
ধর্ম হলো বিশ্বাস ।
বিশ্বাস কি?
বিশ্বাস হলো স্বার্থ।
স্বার্থ কি?
নিজের জন্য কিছু পাওয়া।
ধর্মে বিশ্বাস করি নিজ স্বার্থে।

ধনী ধর্মে বিশ্বাস করে কেন?
যাতে দরিদ্ররা তাদের অনুসরন করে।
ইহকালে বা পরকালে
কোন না কোনকালে সম্পদ কুক্ষিগত হবে।
পরকাল অজানা
ইশ্বর অজানা
এই অজানাকে অবিশ্বাস করা পাপ,
মহাপাপ।

ভয় কি?
অজানা ক্ষতির আশংকা।
ভয় কি কি কাজে লাগে?
বেঁচে থাকার জন্য দৌড়ানোর প্রয়োজন,
ভয় ফেউয়ের মত পেছনে লেগে থাকে
যাতে মানুষ দৌড়াতে পারে,
জীবিকা নির্বাহের পদ্ধুতিগুলোকে ধরার আশায় ।

একজন সর্বহারার কি কি হারাবার ভয় থাকে?
ইহকালে কিছু পাইনি
পরকালের পাইবার পথগুলো যাতে রুদ্ধ না হয়
সেই অজানা ক্ষতির
সেই “নেই”কে না পাবার ভয়।

আকাশ কি ধরা যায়?
যায়না।
আকাশে কে কে থাকেন?
যা কিছু ভাল, যা কিছু অধরা, যা কিছু অজানা, যেমন, ইশ্বর।
এ্যাত জাগা থাকতে ইশ্বর আকাশে কেন থাকেন?
ধরা ছোয়ার বাইরে তাই।
ইশ্বর অজানা তাই আকাশে থাকেন।
স্বপ্ন অধরা তাই আকাশে থাকে।
সম্পদশালীরা শক্তিশালী তাই উঁচুতে তাদের বসবাস
আকাশকে স্পর্শ করতে ভয় – উচ্চতার জন্য
সম্পদশালীদের সবাই ভয় পায় উঁচুতে থাকে তাই
ধরাছোয়ার বাইরে। তাই আকাশে ইশ্বর আর পাতালে সম্পদশালীরা
এরা সবাই দুরে থাকে
তাই ধর্মে বিশ্বাস করি ইহকালে বা পরকালে –
কোন না কোন কালে স্বার্থসিদ্ধি হবে।।

No comments:

Post a Comment