শুধু লড়াই চলে চারিদিকে
বিড়ির ধুম্রজালে আটকে থাকে শ্বাস
রুদ্ধ হয়
দগ্ধ হয়
বন্ধ হয়
তবু শ্বাসেরে ভালবাসেনা
বিড়ি ভালবেসে
রুদ্ধ করে শ্বাসেরে
লড়াই করে শ্বাস প্রতি টানে
প্রতিবার
বার বার
ক্ষিন হয়
ধীর হয়
স্থির হয়
হেরে যায় শ্বাস এক সময়
বিড়ির ধুঁয়া বিজয়ের কাশি কাশে
অতঃপর
অক্সিজেন/নেমুলাইজ্যার/মাস্কে
অন্যান্য অষুধে দ্রুত
লড়াইয়ের মাঠে নামে
রেড ক্রসের মত
শ্বাস ফিরে আসে
আবার বিড়ি হাসে
ফাঁসির আসামীর শ্বাসের শেষ ইচ্ছা
বিড়ির সুখটান দেবো
শেষ নিঃশ্বাস ত্যাগের আগে।
No comments:
Post a Comment