Red Bangladesh
- Home
- The Poetry Moment
- Fraud!! Recognize it! Report it! Stop it!
- Crime Cycle
- Marriage Fraud Anwar Pervez
- Bangladesh - A Paradise for the Rapists
- Kingdom of Saudi Arabia - A Torture Chamber for the Global Maids
- The Life Cycle
- Women - Bold and Beautiful
- Silence is Consent
- Power Hungry Promotions
- Express Entry - Federal Skilled Program
- Bangladesh Fraud - Destiny 2000 Ltd
- Fraud Cycle
- Democracy - a death trap for the people
- New Year!! New Resolution!!!
Saturday, June 29, 2013
শান্তির অন্বেষণে
পারস্য থেকে হেবরনে
আব্রাহামের আগমনের পর
হিট্টিদের জীবনে শান্তি আসেনি
কোনদিন তারপর আর
হোসেনের শিরোচ্ছেদের পর
কারবালাতে শান্তি আসেনি
কোনদিন তারপর আর
সাড়া বিশ্ব ইহুদীদেরকে বিতারিত করে
নিজ ভূমে প্যালেস্টাইনিরা মরে
ভিটা ছেড়ে সাড়া বিশ্বে ছড়িয়ে পরে
ইহুদীরা প্যালেস্টাইনে এসে বসত গড়ে
এইভাবে মিউজিক্যাল চেয়ার খেলাতে
শান্তির গান বাজে
শিয়া সুন্নীরা লড়াই করে
বিদেশীরা এসে সম্পদ লুন্ঠন করে
ফোরাতে রক্তের স্রোত নাচে
শান্তির বাদ্যের তালে তালে
এইভাবে সাড়া বিশ্বের বেইমানেরা
বিদেশীদের কাছে বিক্রী করে মা, মাটি, মাথা
নিজ বাসভূমি পিছে ফেলে
রিফুজীরা
রক্তাক্ত শেকড় ফেলে আসে পৃথিবীর এক প্রান্তে
জন্ম দেয় আরও শান্তিপূর্ন জনমানবের
পৃথিবীর অন্য আরেক প্রান্তে
ধর্ম নয়
মানবতা নয়
শান্তি নয়
সম্পদ গ্রাসের লোভ
নিয়ন্ত্রন করে শান্তিকে
শান্তি নয় - যুদ্ধ এনে দেয় মুষ্টিতে
বিশ্ব নিয়ন্ত্রনের কলকাঠি
শান্তি মরিচিকা শুধু
শান্তি এক মূলো - গাধার নাকের ডগায় বাঁধা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment