জীবন ধ্বংস হয়ে যায়
ধূলো হয়ে যায়
বেদনা বুকের ভেতর
কুঁড়ে খায় সুখের শেষ টুকরো
সেই ধ্বংস দিব্যি হাসে
ভালবাসে ধোঁকা দেয়
অভিনয় করে অবিকল দেবদাস
কি নিখুঁত যারা বোঝে তাঁরা টোকে
যারা বোঝেনা তাঁরা ঝোকে
যারা ধোকা খায়
তাঁরা ভেসে যায় বানের জলে
কুঁড়ে খায় সুখের শেষ টুকরো
No comments:
Post a Comment