Tuesday, June 25, 2013

মৃত্যুর অজুহাত

সেদিন মৃত্যু ছিল।
সেদিন উল্লাস ছিল।
অনিশ্চিত ছিল সবকিছু।

আজও পৈশাচিক উল্লাস আছে
আজও মৃত্যু আছে
আজও জীবন অনিশ্চিত
সেদিনের মতই

স্বৈরাচারী যায়
স্বৈরাচারী আসে
প্রতিদিন পথে পথে তাজা লাশ পাওয়া যেতো
ধর্ষকেরা যাওয়া আর আসার মাঝে ছিল
ক্ষুধা ছিল
হাহাকার ছিল
চারিদিকে অস্ত্রের ঝনঝন ছিল
বিদেশী সৈন্যে ছিল
প্রস্থান আর প্রবেশের মাঝামাঝি

সেদিন মৃত্যু ছিল, বারুদের গন্ধ ছিল
আজ আকাশ রক্ত বর্ষন করে
আজও খুন হয় প্রতিদিন
বিজয়ের পৈশাচিক উল্লাসে
এখন
ভাই গলা কাটে ভাইয়ের

No comments:

Post a Comment