কবিতা অসম্পুর্ন
জীবনের মত
স্বপ্ন দেখা শেষ না হতেই ঘুম ভেঙ্গে যায়
ভাল স্বপ্ন হলে খুঁজে ফিরি
দুঃস্বপ্ন হলে ভুলে যেতে চেষ্টা করি
তবুও অসম্পুর্ন থাকে
স্বপ্ন, কথা, প্রত্যাশা, বাদবাকী পরিকল্পনা
কোন কিছু শেষ হলেও অতৃপ্তি থেকে যায়
কোথায় যেন কি যেন থাকা উচিৎ ছিল
সেটা কি ছিল? কেন যেন মনে করতে পারিনা
তবে এইসব কিছু
এই ভাবনা অসম্পুর্ন
অমুক পাওয়া উচিৎ ছিল
তমুক পেতে পেতেও কে যেন নিয়ে গেল ছিনিয়ে
সব দোষ সেই ছিনতাইকারীর
আমার জীবনের অসম্পুর্নতার জন্য
আমার কোন দায় দায়িত্ব নাই
আমার কবিতার অসম্পুর্নতার জন্য
আমি দায়ি না
ভাবনাতে হাল ছেড়ে দিয়েছি
জীবনে হাল ছেড়ে দিয়েছি
নৌকা বয়ে গেছে একাকী
উত্তাল সমুদ্রে ঝড় এলে
দিকবিদিক হারিয়েছে
যেখানে যা কিছু থাকার
সেখানে সেই সব কিছু নেই
যেখানে যা কিছু থাকার নয়
সেখানে সেইসব অযাচিতরা ভীর করে
অনাহূত অপ্রত্যাশিত আগন্তুক
পথের ধারের জানালাগুলোতে
শিমুল তুলো থেকে বোনা কাপড়ের পর্দায়
সুঘ্রাণ মোটেই অপরিচিত নয়
সুধু আমি অপরিচিত
আমার কবিতা আর জীবন অসম্পুর্ন
No comments:
Post a Comment