Saturday, June 29, 2013

শান্তি

সারা বিশ্বে যারা বোমা বর্ষন করে
তারা আসলে শান্তি আর গনতন্ত্র বর্ষন করে
আশ্চর্য আমি এ্যাত পাথর
এই সুন্দর ব্যাপারটা
কোনদিনই অনুধাবন করতে পারিনি
অসহায়ের মত শুধু দেখেছি
মায়ের হাতে শিশুর মগজ
শহরে শহরে ধংসযজ্ঞ
বিষাক্ত বাতাস
জমে মেঘে যেয়ে চুপচাপ
অশ্রু আর কেমিক্যাল মিশে
হয় একাকার
আমি দেখি দাসত্ব
গনতন্ত্র আর শান্তি অনুধাবন করতে পারিনি
কোনদিন কোথাও
কোন বোমা
কোন আগ্নেয়াস্ত্র
কোন দালাল
কোন নেতা
কোন শান্তি পুরস্কার
কোন কিছুতেই কল্যানকর কিছু খুঁজে পাইনি
হতে পারে আমার দেখার ভুল
হতে পারে আমি অন্ধ

বোমা
ধংস
মৃতদেহের সাথে
গনতন্ত্রের সংযোগ
নতুন সময়ের
পুরোনো আর বেমানান
সন্ধান

No comments:

Post a Comment